Header Ads

এবার মাসে একবারই মিলবে রেশনের চাল!

নজরবন্দি ব্যুরো: আজ থেকে সারা মাসের বরাদ্দ চাল একসঙ্গেই বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ এবার থেকে মাসের রেশন একসাথে পাবেন রেশন গ্রাহকরা। এমনটাই জানা গিয়েছে খাদ্য দফতর সূত্রে। তবে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা যে গ্রাহকরা গমের বদলে আটা পান, তাঁদের কেবলমাত্র দু-দফায় দেওয়া হবে। গমও এক মাসেরটা একসঙ্গেই দেওয়া হবে।

জাতীয় প্রকল্পের আওতায় থাকা অন্ত্যোদয় গ্রাহকদের পরিবার পিছু মাসে বরাদ্দ ১৫ কেজি চাল ও ২০ কেজি গম বা আটা। ওই প্রকল্পের আওতায় থাকা পিএইচএইচ এবং এসপিএইচএইচ শ্রেণীর গ্রাহকদের মাসে স্বাভাবিক বরাদ্দ মাথাপিছু দু-কেজি চাল ও তিন কেজি গম বা আটা বরাদ্দ করা হয়েছে। এই প্রসঙ্গে খাদ্য দফতর জানিয়েছে, মে মাসে ২৫ তারিখ ঈদের ছুটি ছাড়া প্রতিদিনই রেশন দোকান সকাল ৮ থেকে বেলা ১২টা ও দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হবে। শুধুমাত্র রমজানের জন্য মুসলিম রেশন ডিলাররা বিকেলের দিকে ৫টা পর্যন্ত দোকান চালাবেন। প্রথমার্ধে তাঁদের বেলা ১টা পর্যন্ত দোকান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে রাজ্য সরকার জানিয়েছে, ডিজিটাল রেশন কার্ড বা ফুড কুপন থাকলে রেশন তো মিলবেই, কিন্তু কোনও গরিব মানুষের তা না থাকলে তাঁকে জেনারেল রিলিফ খাতে চাল দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.