Header Ads

চিনের আগ্রাসন, OPPO-র ব্রান্ড অ্যাম্বাসাডারের চুক্তি বাতিল করলেন অভিনেতা কার্তিক আরিয়ান

নজরবন্দি ব্যুরোঃ লাদাখের গালওয়ান সীমান্তে চোখ রাঙাচ্ছে লালফৌজ। চিনাবাহিনীর আগ্রাসন নীতির জন্য ইতিমধ্যেই শহিদ হতে হয়েছে ২০ জন ভারতীয় জওয়ানকে। আর লালফৌজদের সেই ন্যাক্কারজনক ষড়যন্ত্র বিবেচনা করেই শহিদ জওয়ানদের সম্মান জানাতে চিনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।চিনা মোবাইল ফোন কোম্পানি OPPO-র ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন কার্তিক । সেই চুক্তি বাতিল করে অভিনেতা জানান , সিমান্তে দুই দেশের সম্পর্কের অবনতি ও সিমান্তে ২০ শহীদ জাওয়ানের প্রতি সম্মানে এই সিদ্ধান্ত নিয়েছেন কার্তিক ।
 অভিনেতা এমন সিদ্ধান্তে প্রশংসা বার্তা দিচ্ছেন দেশবাসী ।নিয়ম অনুযায়ী কোনও ব্যাক্তি কোনও ব্র্যান্ডের বা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলে শুধুমাত্র প্রকাশ্যে সেই কোম্পানির দ্রব্য নিয়ে প্রচার ও প্রমোশন কিংবা ব্যবহার করতে পারবেন। অন্য কোনও সংস্থার দ্রব্য প্রকাশ্যে ব্যবহার করা বা প্রচার করলে তিনি আইনত অপরাধে অভিযুক্ত হবেন। আর এই দিক দিয়েই সকলের ধারণা, কার্তিক চিনা মোবাইল কোম্পানি ওপ্পো-র সঙ্গে চিরতরে চুক্তি ভেঙে দিয়েছেন। আগামীতে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদেও হয়তো থাকবেন না কার্তিক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.