Header Ads

আন্দোলনেই জট কাটল শিক্ষকদের? ১৭-ই সব সমস্যার সমাধানের আশ্বাস। Exclusive


নজরবন্দি ব্যুরো: চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে সকাল থেকে ধর্নাতে বসলেন প্রায় ৫ হাজার শিক্ষক। এই সব শিক্ষকরা মূলত রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত স্কুলের কম্পিউটার শিক্ষক ছিলেন।
জানা গিয়েছে,ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে প্রায় ৫ হাজার শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সরকারি ও সরকার পোষিত স্কুলে নিয়োগপত্র পেয়েছিলেন। তাঁদের মাসিক বেতন ছিল ৫ হাজার টাকার কাছাকাছি। চুক্তি অনুসারে ২০১৮ সালের ৩১ মার্চ তাঁদের চুক্তির মেয়াদ শেষ হয়।
এরপর চাকরি ফেরানোর দাবি সহ একাধিক দাবিতে তাঁরা অনশনে বসেন। বাঁকুড়া ও তারপর পুরুলিয়ায় বেশকিছু দিন ধরে চলছে তাঁদের অনশন। আর আজ তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ধর্ণায় বসেন। এরপর ৬ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পান। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী জানিয়েছেন চলতি মাসের ১৭ তারিখের মধ্যে তাঁদের জন্য ইতিবাচক কিছু সিদ্ধান্ত নেবেন। তবে সামনে নির্বাচন থাকায় লিখিত ভাবে তিনি কিছু দিতে পারবেন না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.