Header Ads

পঞ্চায়েত ভোটের আগে সরকারি সমস্ত কর্মীদের জন্য খুশির ঘোষণা নবান্নের।


নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার একদিনে গোটা রাজ্যে ভোট গ্রহণ করতে চেয়েছিলেন। প্রথমে অমত থাকলেও পরে রাজ্য সরকারের ইচ্ছায় সম্মতি দিয়ে আগামী ১৪ মে নির্বাচনের তারিখ ঘোষণা করে কমিশন।
নির্বাচনে ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। উৎকণ্ঠায় রয়েছেন ভোটের ডিউটি দিতে যাবেন যারা, তাদের পরিবার। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের চিন্তা কমিয়ে তাদের জন্য খুশির খবর আনলো নবান্ন। আগামী ১৪ মে ভোট উপলক্ষে রাজ্যের ২০টি জেলায় সমস্ত সরকারি, বেসরকারি অফিস, বানিজ্যিক সংস্থা, চা বাগান সহ অন্যান্য দপ্তর গুলিতে ছুটি ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে। পঞ্চায়েত এলাকার আওতায় না থাকা ব্যক্তিরাও এই গণতান্ত্রিক উৎসব উপলক্ষে ছুটি পাবেন। যারা ভোটের ডিউটি দেবেন তাদের জন্য থাকছে পরদিন ছুটি।

Loading...
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.