Header Ads

হার্ডডিস্ক কোথায়? রোজ-ভ্যালি কাণ্ডে নয়া মোড়! কোটি টাকা জালিয়াতিতে এবার কলকাতা পুলিশ?

নজরবন্দি ব্যুরো: এবার গুরুত্বপূর্ণ হার্ডডিস্ক উধাও-এর অভিযোগ। আবার বিতর্কে রোজ-ভ্যালি চিট ফাণ্ডের তদন্ত। এই ব্যাপারে কলকাতা পুলিশের কাছে হার্ড ডিস্কগুলির খোঁজ চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সারদা কাণ্ডের মতোই প্রথমে রোজ-ভ্যালি চিট ফাণ্ডের তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। রোজ-ভ্যালির একটি অফিসে তল্লাশি চালানো হয়েছিল। এর পাশাপাশি তল্লাশি চলে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দ আগরওয়ালের চেম্বারে।
সেখান থেকেই ১২ টি হার্ডডিস্ক উদ্ধার করেছিল কলকাতা পুলিশ এমনটাই দাবি সিবিআইএর। নাকি তাদের সিজার লিস্টে এমন কথা লেখা ছিল। এরপর সিবিআই তদন্ত-ভার হাতে নেওয়ার পর নিয়ম মতন সিজার লিস্ট-সহ বিভিন্ন কাগজ কলকাতা পুলিশ তুলে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  হাতে। নথি মিলিয়ে সিবিআই-এর দাবি তারা নাকি চারটি হার্ড ডিস্ক পায়। বাকি আটটির খোঁজে ফের কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে সিবিআই। সূত্রের খবর এমনটাই। তবে তল্লাশি করে পাওয়া বেশ কিছু নথি এখনও দেওয়া হয়নি বলেও চিঠিতে উল্লেখ করেছে সিবিআই। বিশেষ সূত্রের দাবি, গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু কয়েক কোটি টাকা দিয়েছিলেন গোবিন্দ আগরওয়ালকে। সেই টাকা সরিয়ে রাখা হয় বলে অভিযোগ।
নিখোঁজ হার্ড ডিস্কে সেই সংক্রান্ত তথ্য রয়েছে বলে অনুমান। এখন দেখার এই নিখোঁজ হার্ড ডিস্ক নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কি কোন ব্যবস্থা নেবে সিবিআই? নাকি, চুপ করে থাকবে আগের মতন। আর সেই দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.