দেশে আবার করোনা আক্রান্তে রেকর্ড, তবে কি দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু?
নজরবন্দি ব্যুরোঃ একদিনে করোনা আক্রান্ত হলেন ২৪,৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৪৮৭ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ১৯,৫৪৭ জন। দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। তবে কি দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে? এই প্রশ্নে কেন্দ্র স্পষ্ট করে বলছে, তা হয়নি। তবে, স্থানীয় স্তরে সংক্রমণের বৃদ্ধি চিন্তায় রেখেছে স্বাস্থ্যমন্ত্রককে।
বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, 'বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। কিছু এলাকায় সংক্রমণের হার অত্যন্ত বেশি। কিন্তু তা গোষ্ঠী সংক্রমণ নয়।'ফের নতুন করে সংক্রমণের জেরে দেশে এখন মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৭৬ হাজারের বেশি। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার।
বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, 'বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। কিছু এলাকায় সংক্রমণের হার অত্যন্ত বেশি। কিন্তু তা গোষ্ঠী সংক্রমণ নয়।'ফের নতুন করে সংক্রমণের জেরে দেশে এখন মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৭৬ হাজারের বেশি। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার।
Loading...
কোন মন্তব্য নেই