নাটকীয় এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে।
নজরবন্দি ব্যুরোঃ পুলিশি এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। শুক্রবার ভোরে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসার সময় ঘটে নাটকীয় ঘটনা। এদিন কানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, বিকাশকে নিয়ে এসটিএফ এর একটি কনভয় ফিরছিল উজ্জয়িনী থেকে। মাঝরাস্তায় কনভয়ের একটি গাড়ি উল্টে যায়। সেখান থেকে বিকাশ পুলিশের পিস্তল নিয়ে পালাতে যায়।
মুহূর্তে পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে, তা না শুনে বিকাশ পালাতে গেলেই তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।তার কোমরে গুলি লাগে। গতকাল মহাকাল মন্দিরে গ্রেফতারির পর পুলিশের হাতে ধরা পড়তেই তে জ কমেনি বিকাশের। পুলিশের সামনেই চিত্কাবর করে সে বলে 'ম্যায় বিকাশ দুবে , কানপুরওয়ালে..' । শুনতেই পুলিশ কর্মীদের হাতে চড়চাপাটি খেয়ে যায় বিকাশ।
মুহূর্তে পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে, তা না শুনে বিকাশ পালাতে গেলেই তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।তার কোমরে গুলি লাগে। গতকাল মহাকাল মন্দিরে গ্রেফতারির পর পুলিশের হাতে ধরা পড়তেই তে জ কমেনি বিকাশের। পুলিশের সামনেই চিত্কাবর করে সে বলে 'ম্যায় বিকাশ দুবে , কানপুরওয়ালে..' । শুনতেই পুলিশ কর্মীদের হাতে চড়চাপাটি খেয়ে যায় বিকাশ।
Loading...
কোন মন্তব্য নেই