নেপালে বন্ধ ভারতীয় বেসরকারী নিউজ চ্যানেল
নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার নেপালের কেবল অপারেটররা সমস্ত বেসরকারী ভারতীয় নিউজ চ্যানেলগুলিতে নিষেধাজ্ঞা জারি করেছে।চ্যানেলগুলির নেপাল তাদের কভারেজ নিয়ে ব্যাপক অনলাইন সমালোচনার পরে এই পদক্ষেপ এসেছে যা নাগরিকরা নেপালি নেতৃত্বকে খারাপ আলোকে চিত্রিত করেছেন বলে দাবী করেছেন। বিদেশী চ্যানেল বিতরণকারী মাল্টি-সিস্টেম অপারেটর (এমএসও) ভারতের জাতীয় নিউজ নেটওয়ার্ক, দূরদর্শন ব্যতীত সমস্ত নিউজ চ্যানেলকে ব্লক করার জন্য একটি চূড়ান্ত আহ্বান জানায়।কবে আবার তা দেখা যাবে, কেবল অপারেটররা কিছু বলতে পারেননি।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নেপালে ভারতের সব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। দিনকয়েক আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি'র প্রধান উপদেষ্টা বিষ্ণু রামাল বলেছিলেন, ভারতের সংবাদ মাধ্যমে নেপালের সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন ও আপত্তিজনক খবর দেখানো হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী আবার দাবি করেছিলেন, তাঁকে উত্খাুত করার জন্য ভারতে গোপন বৈঠক হচ্ছে। এর মধ্যেই ভারতের তিনটি এলাকাকে অন্তর্ভূক্ত করে নেপাল সরকার যে নতুন মানচিত্র পার্লামেন্টে পাশ করিয়েছে, দিল্লি তার প্রতিবাদ করে কূটনৈতিক নোট পাঠিয়েছে।একমাত্র দূরদর্শন চ্যানেল এবার নেপালে দেখা যাবে। এছাড়া কোনও টিভি চ্যানেল সেখানে চলবে না।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নেপালে ভারতের সব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। দিনকয়েক আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি'র প্রধান উপদেষ্টা বিষ্ণু রামাল বলেছিলেন, ভারতের সংবাদ মাধ্যমে নেপালের সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন ও আপত্তিজনক খবর দেখানো হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী আবার দাবি করেছিলেন, তাঁকে উত্খাুত করার জন্য ভারতে গোপন বৈঠক হচ্ছে। এর মধ্যেই ভারতের তিনটি এলাকাকে অন্তর্ভূক্ত করে নেপাল সরকার যে নতুন মানচিত্র পার্লামেন্টে পাশ করিয়েছে, দিল্লি তার প্রতিবাদ করে কূটনৈতিক নোট পাঠিয়েছে।একমাত্র দূরদর্শন চ্যানেল এবার নেপালে দেখা যাবে। এছাড়া কোনও টিভি চ্যানেল সেখানে চলবে না।
Loading...
কোন মন্তব্য নেই