Header Ads

অমানবিক! দিনে-দুপুরে রাস্তায় করোনা রোগীকে ফেলে চলে যাচ্ছিল এম আর বাঙুরের অ্যাম্বুলেন্স।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তার সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার দুপুরে এম.আর.বাঙ্গুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় টালিগঞ্জের নাকতলা বান্টির পেট্রোল পাম্পের পাশে রজত উইন্ডসর হাউসিং কম্প্লেক্স থেকে এলাহাবাদ ব্যাংকের মোড়ে। অ্যাম্বুলেন্স থেকে দুজন পি.পি.ই পরিহিত লোক একজন মৃতপ্রায় রোগীকে ওই ফুটপাতের নামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এলাকাবাসীর নজর এড়াতে পারে না তারা। এলাকাবাসীর গুরুতর আপত্তি জেরে তারা ওই রোগীকে আবার অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে পালায়।
 এই ঘটনায় নাকতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসীর ধারণা ওই মৃতপ্রায় লোকটির সম্ভবত করোনা পজেটিভ। সঙ্গে সঙ্গে তারা পুলিশ ও কর্পোরেশনের খবর দেয় এবং পুরো এরিয়াকে স্যানিটাইজ করা হয়। তবুও এলাকাবাসীর ধারণা স্যানিটাইজ কতটা কাজ করবে? তাই এলাকার মানুষজন অনুরোধ জানায় এই এরিয়ার সমস্ত মানুষ জনের প্রতি যে ওই ফুটপাতে আগামী ৪ থেকে ৫ দিন ব্যবহার করতে না। এলাকাবাসীর কাছে ওই অ্যাম্বুলেন্সের চালক স্বীকার করেন যে তাদের রোগীকে রাস্তায় নামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কারণ হাসপাতালে জায়গা নেই। এবং অ্যাম্বুলেন্সটি এম.আর.বাঙুরেরই ছিল। আজ এলাকার মানুষের বিচক্ষণতার জন্য অনেক মানুষ সংক্রমণে হাত থেকে রেহাই পেল।দেখুন ভিডিও

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.