Header Ads

"ব্ল্যাক" এর স্বাদ রহস্য৷ ধরা পরলো প্রথম চমকে।

নজরবন্দি ব্যুরোঃ থ্রিলার ছবির নতুন স্বাদ দিল "ব্ল্যাক" ছবির অফিসিয়াল মোশন পোস্টার। টানটান উত্তেজনা আর রহস্যের গন্ধে মাখা এক পোস্টার যার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে লুকিয়ে আছে রহস্যের গন্ধ। আর এবারে সেই রহস্যে উৎঘাটন করছেন পরিচালক শুভম দত্ত। সাথে কাধে কাধ মিলিয়েছেন নন্দিনী দাস। হ্যাঁ, ঠিক শুনেছেন পরিচালক শুভম দত্তের নতুন বাংলা ছবি "ব্ল্যাক" এর মোশন পোস্টার দর্শকদের মনে আলোড়ন ফেলেছে। যে ছবির সংলাপ লিখেছেন নন্দিনী দাস। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় ও রায়তি ভট্টাচার্য। এই প্রথম তাদের কে জুটি বাঁধতে দেখা যাবে বাংলা ছবিতে।
 তবে পরিচালক শুভম দত্ত বলেছেন এটি টানটান একটি থ্রিল ছবি। যেখানে একটা অন্ধ ছেলের গল্প রয়েছে। যেটা অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন। তবে অভিনেত্রী রায়তি ভট্টাচার্য এর চরিত্র নিয়ে তিনি বেশি কিছু বলতে নারাজ। পরিচালক বলেন দুটি চরিত্র গল্পের খুব গুরুত্বপূর্ণ চরিত্র। যাদের অভিনয় গল্পটিকে একটা অন্য মাত্রা দিয়েছে। ছবিটি মুক্তি পাবে এসডিপি ভেঞ্চারের ব্যানারে। ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক শুভাশিস দত্ত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.