Header Ads

করোনা আতঙ্কের মধ্যে রদবদল রাজ্য পুলিশে!

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একি সাথে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৭২,  শুধু করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ এবং করোনা আক্রান্ত কিন্তু অন্য কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩৯ জন। এইরকম সময়ে ফের
বড়সড় রদবদল রাজ্য পুলিশে। বৃহস্পতিবার রাতে সেই নোটিশ জারি করা হয়েছে। ৪০ জন সিনিয়র পুলিশ অফিসারকে স্থানান্তরিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই-তে প্রকাশিত হয়েছে সেই তালিকা। কেন এই রদবদল তা এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রুটিন মাফিক এই বদলি করা হয়েছে। তালিকায় রয়েছে একাধিক জেলার ডেপুটি পুলিশ সুপার। রয়েছেন, কোচবিহার, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলার ডেপুটি পুলিশ সুপার।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.