আটকে থাকা শ্রমিকরা রাজ্যে এলেও তাঁদের কন্টেনমেন্ট জোনে ঢুকতে দেওয়া হবে না,জানিয় দিলেন মুখ্যসচিব
নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের তাঁদের নিজের রাজ্যে ফেরত পাঠানোর কাজ শুরু হবে। সেই মতো আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সে করেন সমস্ত রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করেন, আমাদের রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ঐ বৈঠকে অংশ নিয়ে তাঁর মতামত জানান। পর নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা কেন্দ্রকে বলেছি, এই বিষয়টা নিয়ে যাতে তাড়াহুড়ো না করা হয়।
তাতে এত দিন যে মানুষ কষ্ট করে লকডাউন পালন করল, সে সবটাই বিফলে যাবে। নির্দিষ্ট পরিকল্পনা করে সবটা করতে হবে।” এ প্রসঙ্গে মুখ্যসচিব আরও বলেন, “বাইরে থেকে যাঁরাই আসুন তাঁদের কন্টেনমেন্ট জোনে ঢুকতে দেওয়া হবে না।”অর্থাৎ ভিন্ রাজ্য থেকে.আসা শ্রমিকদের যদি এই সমস্ত কন্টেনমেন্ট এলাকায় বাড়ি হয় তাহলে তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হবে.না। সে ক্ষেত্রে তাঁদের কোথায় রাখা হবে, সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে কিনা, তা স্পষ্ট করেনি নবান্ন।রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা মোট ৪৪৪টি।
তাতে এত দিন যে মানুষ কষ্ট করে লকডাউন পালন করল, সে সবটাই বিফলে যাবে। নির্দিষ্ট পরিকল্পনা করে সবটা করতে হবে।” এ প্রসঙ্গে মুখ্যসচিব আরও বলেন, “বাইরে থেকে যাঁরাই আসুন তাঁদের কন্টেনমেন্ট জোনে ঢুকতে দেওয়া হবে না।”অর্থাৎ ভিন্ রাজ্য থেকে.আসা শ্রমিকদের যদি এই সমস্ত কন্টেনমেন্ট এলাকায় বাড়ি হয় তাহলে তাঁদের সেখানে ঢুকতে দেওয়া হবে.না। সে ক্ষেত্রে তাঁদের কোথায় রাখা হবে, সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে কিনা, তা স্পষ্ট করেনি নবান্ন।রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা মোট ৪৪৪টি।
Loading...
কোন মন্তব্য নেই