Header Ads

আক্রান্ত পুলিশ কর্মী; মৃত্যু একই পরিবারের ৩ জনের! আতঙ্কের নাম জোড়াবাগান। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ করনার আবহে আতঙ্ক গোটা বিশ্বজুড়ে। সারা পৃথিবীর প্রায় সব দেশে থাবা বসিয়েছে করোনা। বাদ যায়নি আমাদের দেশও। এই মুহুর্তে দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৭৮০ জন। এর মধ্যে চিকিৎসাধীন ২৪ হাজার ৫৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ১৫১ জনের। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে আমাদের রাজ্যেও মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৮০০, রাজ্যের শেষ তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৮১৬ জন। মারা গিয়েছেচন ১০৫ জন এবং এই ১০৫ জনের মধ্যে সরাসরি করনার কারনে মারা গিয়েছেন ৩৩ জন। এখন চিকিৎসাধীন ৫৭২ আর সুস্থ হয়ে বারি ফিরেছেন ১৩৯ জন।
এদিকে কিছুক্ষন আগের খবর এবার জোড়াবাগান ট্রাফিকগার্ডেও করনার সংক্রমন ছড়াল। আক্রান্ত হয়েছেন একজন কনস্টেবল। পাশাপাশি আটদিনের মধ্যে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ওই জোড়াবাগানেই। মৃতদের দু’জনের শরীরে করোনা নেগেটিভ, বাকি একজনের রিপোর্ট এখনও হাতে আসেনি।
তবে কয়েকদিনের মধ্যে একই পরিবারের তিন ভাইয়ের মৃত্যু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর কলকাতার জোড়াবাগানে। ব্যাপক আতঙ্ক এলাকায়, পরিবারের ১৭ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.