Header Ads

করোনা ভাইরাসে আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: গোটা পৃথিবীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর ফলে ক্রমশ লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। গোটা পৃথিবীর চিকিৎসকরা এই ভাইরাসের সংক্রমণ আটকাতে ব্যর্থ।
কিছুদিন আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিন। যদিও দ্রুত তিনি সুস্থ হয়ে ওঠেন। এখন তিনি কাজেও ফিরেছেন। আর এবার রাশিয়ার প্রধানমন্ত্রীর শরীরে করোনার সংক্রমণ মিলেছে।
মিখাইল মিশুসতিন নিজেই সেকথা মন্ত্রীসভার বৈঠকে জানান। সকলের সঙ্গে ভিডিও মিটিং-এ তিনি জানান যে নমুনা পরীক্ষা হয়েছিল তাঁর, যার রেজাল্ট করোনা পজিটিভ এসেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হবার কথা তিনি সরাসরি জানান রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে।

তিনি জানান যে চিকিৎসকদের পরামর্শ মতো তিনি চলছেন। এই সময়ে উপপ্রধানমন্ত্রী তাঁর জায়গায় কাজ করবেন। পুতিন তাঁকে আশ্বস্ত করেন যে দেশের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁকে ছাড়া নেওয়া হবে না। এর পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.