Header Ads

'মা আসছি', বাবাকে শেষ দেখা দেখতে পারলেন না মুম্বইয়ের রাস্তায় ঋষি-কন্যা

নজরবন্দি ব্যুরোঃ বাবা শেষবার দেখতে পেলেন না মেয়ে রিদ্ধিমা কাপুর সাইনি।রিদ্ধিমা দিল্লিতে থাকেন।দিল্লি থেকে মুম্বাইয়ে আসার চাটার্ড বিমান ওড়ানোর অনুমতি পাননি রিদ্ধিমা।গাড়িতে করে দিল্লি থেকে মুম্বইতে আসার অনুমতি পান তিনি।সেই কারণে ঋষি কাপুরের শেষকৃত্যে থাকতে পারেননি মেয়ে রিদ্ধিমা। আলিয়া ভাটের ভিডিয়ো কলের মাধ্যমেই বাবার শেষকৃত্য দেখেন রিদ্ধিমা।যাদিও এবার মুম্বাইয়ে পথে রিদ্ধিমা।
তিনি মায়ের কাছে আসার জন্য দিল্লি থেকে মুম্বাইয়ে আসছেন এই কথা জানান রিদ্ধিমা নিজের সোশ্যাল হ্যান্ডেলে।খুব তারাতাড়ি মুম্বইয়ের বাড়িতে মায়ের কাছে চলে আসছেন বলেও জানান রিদ্ধিমা।লকডাউনের জন্য বাবা কে শেষবারের মত দেখতে পেল না রিদ্ধিমা।নিজের সোশ্যাল হ্যান্ডেলে রিদ্ধিমা বাবা কে নিয়ে লেখেন,কোনওভাবেই বাবার শেষযাত্রায় তিনি হাজির হতে পারলেন না। কিন্তু তিনি বাবা কে প্রতিদিন মিস করবেন। আর ভবিষ্যতেও তিনি বাবাকে এই ভাবেই ভালোবাসবেন।
https://www.instagram.com/p/B_oeNvrlwqm/
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.