গুরুতর অসুস্থ ঋষি কাপুরকে ভর্তি করা হল হাসপাতালে
নজরবন্দি ব্যুরোঃ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা ঋষি কাপুর। গোটা কাপুর পরিবারে তাঁকে নিয়ে উদ্বেগ শুরু। জানা গিয়েছে করোনার আবহে প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের তরফে ঋষির ভাই রণধীর কাপুর এই খবরের সত্যতা স্বীকার তিনি জানিয়েছেন,
'' হ্যাঁ, ঋষির হাসপাতালে ভর্তি হওয়ার খবর সত্যি। ও ভালো নেই। এর আগেও একবার ওকে এই হাসপাতালে আনা হয়েছিল। আমিও একবার এখানে ভর্তি হয়েছিলাম। ও সুস্থ হয়ে যাবে। নীতু আছে ওর কাছে।'' তবে হাসপাতাল সূত্রে এই অভিনেতা কেমন আছেন তা জানা যায়নি।
'' হ্যাঁ, ঋষির হাসপাতালে ভর্তি হওয়ার খবর সত্যি। ও ভালো নেই। এর আগেও একবার ওকে এই হাসপাতালে আনা হয়েছিল। আমিও একবার এখানে ভর্তি হয়েছিলাম। ও সুস্থ হয়ে যাবে। নীতু আছে ওর কাছে।'' তবে হাসপাতাল সূত্রে এই অভিনেতা কেমন আছেন তা জানা যায়নি।
Loading...
কোন মন্তব্য নেই