Header Ads

বলিউডে আবারো নক্ষত্র পতন, চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর

নজরবন্দি ব্যুরোঃ  নজরবন্দি ব্যুরোঃ ফের এক মহাতারকাকে হারাল ভারতীয় চলচ্চিত্র জগৎ। ইরফান খানের পর চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বয়স হয়েছিল ৬৭। গত কাল রাতে গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই তারকা। সে কথা স্বীকার করেছিলেন তাঁর ভাই রণধীর কাপুর।

উল্লেখ্য, চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে দিল্লির দূষণে অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর । সেসময়ও হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে। যার জন্যে একমাত্র ভাগনে আরমান জৈনের বিয়েতে যেতে পারেননি ঋষি, নীতু ও রণবীরের কেউই।তাঁর মৃত্যু শোক কিছুতেই মেনে নিতে পারছেন না ঋষি কাপুরের আপামর ভক্তরা। কাপুর বংশের অন্যতম তারকা সন্তান ঋষি কাপুরের প্রয়াণে রীতিমতো শোকস্তব্ধ গোটা দেশ। শোকে কাতর চলচ্চিত্র জগত। ইরফানের খানের জীবনাবসানের পরদিনই বলিউডের আরও এক নক্ষত্রের এভাবে পতন হবে, তা যেন ১৩০ কোটির দেশের কাছে চরম অবিশ্বাস্য ঘটনা।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র জগতে।বুধবার রাতে ও শ্বাসকষ্টের জন্য মুম্বাইয়ে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার সাথে হাসপাতালে ছিলেন তার স্ত্রী নিতু সিং এবং দাদা রণধীর কাপুর।তার দাদা রণধীর জানান, এ কথা সত্যি ঋষি হাসপাতালে ভর্তি হয়েছে। ও ভালো নেই। কিন্তু সুস্থ হয়ে যাবে।তা আর হল না আর বাড়ি ফিরলেন না তিনি।বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে নিউ ইয়র্কে তার ক্যান্সারের চিকিৎসা চলছিল।২০১৯ সালে সুস্থ হয়ে আবার দেশে ফেরেন।গত ফেব্রুয়ারি মাসে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবশ্য সুস্থ হয়ে ওঠেন।কিন্তু তা আর হল তিনি চলে গেলেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.