'ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরান' মুখ্যমন্ত্রীকে চিঠি সোমেন মিত্রর
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়েছেন আমাদের রাজ্যের বহু মানুষ ও শ্রমিক। এদের মধ্যে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি একটি সমীক্ষার রিপোর্টে ভিন রাজ্যে আটকে থাকা মানুষদের করুন ছবি প্রকাশ্যে এসেছিল। বিশেষ করে ভোগান্তির মুখে পড়েছেন পরিযায়ী শ্রমিকরাই। অনেকের বকেয়া মেটায়নি মালিক পক্ষ, ফলে বিদেশ-বিভুঁইয়ে দুবেলা পেটের ভাত জোগাড় করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও ভিন রাজ্যের শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যাপারে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পশ্চিমবাংলার বাসিন্দাদের রাজ্যে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়ে নবান্নে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে কংগ্রেস নেতা সোমেন মিত্র জানিয়েছেন মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খন্ড ও ছত্রিশগড়ের মত কংগ্রেস শাসিত রাজ্য গুলির নেতা-মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্য গুলিতে আটকে থাকা পশ্চিম বাংলার মানুষদের ঘরে ফেরাতে প্রস্তুত রয়েছে সেই রাজ্যগুলির সরকার। প্রয়োজনে গাড়ির বন্দোবস্ত করে দেবে সেই রাজ্যগুলি। এমতাবস্থায় ওই রাজ্যগুলির যেসব বাসিন্দা ও শ্রমিকরা পশ্চিমবাংলায় আটকে রয়েছেন তাঁদেরকেও ঘরে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সৌমিত্র লেখেন উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় তাঁরা রাজ্য সরকারের পাশেই আছেন। সরকারেরও সবাইকে নিয়ে একসাথে কাজ করা দরকার।
প্রসঙ্গত, রাজনৈতিক আদর্শের সংঘাত যাই হোক না কেন করোনা পরিস্থিতির মোকাবিলায় সবাইকে যে এক হয়ে কাজ করতে হয় তা চিঠিতে আরও একবার স্পষ্ট করে মুখ্যমন্ত্রীকে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থার পাশাপাশি পশ্চিমবঙ্গের যেসব বাসিন্দারা অন্য রাজ্যে আটকে রয়েছেন তাঁদেরকে ফিরিয়ে আনার দিকটি গুরুত্ব সহকারে দেখার কথা মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন তিনি। তাঁর আবেদনে সারা দিয়ে রাজ্য সরকারের তরফের কবে ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে কংগ্রেস নেতা সোমেন মিত্র জানিয়েছেন মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খন্ড ও ছত্রিশগড়ের মত কংগ্রেস শাসিত রাজ্য গুলির নেতা-মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্য গুলিতে আটকে থাকা পশ্চিম বাংলার মানুষদের ঘরে ফেরাতে প্রস্তুত রয়েছে সেই রাজ্যগুলির সরকার। প্রয়োজনে গাড়ির বন্দোবস্ত করে দেবে সেই রাজ্যগুলি। এমতাবস্থায় ওই রাজ্যগুলির যেসব বাসিন্দা ও শ্রমিকরা পশ্চিমবাংলায় আটকে রয়েছেন তাঁদেরকেও ঘরে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সৌমিত্র লেখেন উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় তাঁরা রাজ্য সরকারের পাশেই আছেন। সরকারেরও সবাইকে নিয়ে একসাথে কাজ করা দরকার।
প্রসঙ্গত, রাজনৈতিক আদর্শের সংঘাত যাই হোক না কেন করোনা পরিস্থিতির মোকাবিলায় সবাইকে যে এক হয়ে কাজ করতে হয় তা চিঠিতে আরও একবার স্পষ্ট করে মুখ্যমন্ত্রীকে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থার পাশাপাশি পশ্চিমবঙ্গের যেসব বাসিন্দারা অন্য রাজ্যে আটকে রয়েছেন তাঁদেরকে ফিরিয়ে আনার দিকটি গুরুত্ব সহকারে দেখার কথা মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন তিনি। তাঁর আবেদনে সারা দিয়ে রাজ্য সরকারের তরফের কবে ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার।
Loading...
কোন মন্তব্য নেই