১মাস ধরে লকডাউনে দুস্থ মানুষদের পাশে দমদম নাগরিক সমন্বয় সমিতি
নজরবন্দি ব্যুরো ঃ করোনায় জেড়ে গোটা দেশ লকডাউন। লকডাউনের সময় সীমা শেষ হওয়ার আগেই বেড়িয়ে দেওয়া হয় সময়। এর ফলে সংকটের মধ্যে সময় কাটছে দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর। অনেক স্বেচ্ছাসেবক সংস্থা এগিয়ে এসেছে দুস্থদের সাহায্য করতে। শুধু তাই এমন অনেকেই আছেন যারা নিজেদের সাধ্য মতো দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। Dum Dum Nagorik Somonnoy Mancha ও এমনই এক প্রচেষ্টা দ্বারা মানুষের পাশে থাকছে। তাঁদের পরিচালনায় চলছে আট দিন ধরে চলছে কমিউনিটি কিচেন। Dum Dum Nagorik Somonnoy Mancha তরফে জানানো হয়, আজ খাদ্যতালিকায় ছিলো ডিমের ঝোল ভাত, কাল হবে মাছের ঝোল।
প্রতি দিন কয়েকশো মানুষ সেখানে খান। সংখ্যা টা এই রকম - প্রথম দিন ৪০৪ জন দ্বিতীয় দিন ৫০১ জন তৃতীয় দিন ৫৫০ জন চতুর্থ দিন ৫৬৩ জন পঞ্চম দিন ৬২৪ জন ষষ্ঠ দিন ৬৩০ জন সপ্তম দিন ৬৪০ জন অষ্টম দিম ৬৭২ জন। তাঁরা জানিয়েছেন কাল হয়তো এই সংখ্যা ৭০০ তে পৌঁছে যাবে। ইতিমধ্যেই মানুষের কাছে তাঁরা স্বেচ্ছাশ্রমের পরিকল্পনা জানিয়েছেন। সাহায্যের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, Gpay ও পায়ত্ম নম্বর নিচে দেওয়া হল। Anirban Maity Syndicate Bank Account no. 97752200043162 IFSC. SYNB0009775 Gpay 9830300892 Paytm 9674447333
প্রতি দিন কয়েকশো মানুষ সেখানে খান। সংখ্যা টা এই রকম - প্রথম দিন ৪০৪ জন দ্বিতীয় দিন ৫০১ জন তৃতীয় দিন ৫৫০ জন চতুর্থ দিন ৫৬৩ জন পঞ্চম দিন ৬২৪ জন ষষ্ঠ দিন ৬৩০ জন সপ্তম দিন ৬৪০ জন অষ্টম দিম ৬৭২ জন। তাঁরা জানিয়েছেন কাল হয়তো এই সংখ্যা ৭০০ তে পৌঁছে যাবে। ইতিমধ্যেই মানুষের কাছে তাঁরা স্বেচ্ছাশ্রমের পরিকল্পনা জানিয়েছেন। সাহায্যের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, Gpay ও পায়ত্ম নম্বর নিচে দেওয়া হল। Anirban Maity Syndicate Bank Account no. 97752200043162 IFSC. SYNB0009775 Gpay 9830300892 Paytm 9674447333
Loading...
কোন মন্তব্য নেই