Header Ads

৪ মে থেকে জারি হবে নতুন নির্দেশিকা, একাধিক জেলাতে মিলতে পারে ছাড়

নজরবন্দি ব্যুরোঃবহাল তবিয়তে বিরাজমান করোনা। আতঙ্ক আর চিন্তার পারদ চড়ছেই। দাপট কমা দূরঅস্ত, যত সময় যাচ্ছে নোভেল করোনার সংক্রমণ যেন জাঁকিয়ে বসছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পেরোল। মৃত্যু হয়েছে ১০০৮ জনের। এরই মধ্যে ৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হল ৪ মে থেকে জারি হবে নতুন নির্দেশিকা।
বুধবারই এই বিষয়ে নতুন গাইডলাইনের কথা জানানো হল কেন্দ্রের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে মুখপাত্র ট্যুইট করে জানিয়েছেন, '৪ মে থেকে নতুন গাইডলাইন কার্যকর হবে। আর সেই নির্দেশিকায় একাধিক জেলার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।' নতুন নির্দেশিকা প্রসঙ্গে কিছুদিনের মধ্যেই জানানো হবে বলে উল্লেখ করেছেন তিনি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.