Header Ads

এবার ক্রিকেটার দীনেশ কার্তিক কে নিয়ে ছবি বলিউডে।

নজরবন্দি ব্যুরোঃ নিদাহাস ট্রফির ফাইনাল এর কথা মনে আছে তো? দীনেশ কার্তিকের সেই দুরন্ত ইনিংস? ৮ বলে ২৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। তারপর সেই ছক্কা? যে ছক্কা তে শুধু ভারত ট্রফিই জেতেনি, পাল্টে দিয়াছিল কার্তিকের ক্রিকেট জীবন।

 সেই ঘটনা নিয়ে এবার তৈরি হচ্ছে ছবি। সেখানে অভিনয় করবেন বিক্রান্ত মাসি। কার্তিকের জীবনের একাধিক দিক তুলে ধরা হবে বায়োপিকে।যেমন- প্রাক্তন স্ত্রী নিকিতার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ। পরে সতীর্থ মুরলী বিজয়ের সঙ্গে নিকিতার বিয়ে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.