মুকুল-সব্যসাচীর সাক্ষাতের পরদিনই তৃণমূলের কোর কমিটির বৈঠকে গড়হাজির মেয়র সব্যসাচী! তবে কি... ?
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। আর এই ঘটনার ঠিক একদিন পরেই তৃণমূলের কোর কমিটির বৈঠকে গড়হাজির রইলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। তাহলে কি এবার তিনি যোগ দিতে পারেন পদ্ম শিবিরে? জল্পনা তুঙ্গে। শনিবার মধ্যমগ্রামে বসেছিল তৃণমূলের কোর কমিটির বৈঠকে। জানা গিয়েছে, সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান হয় সব্যসাচী দত্তকে। কিন্তু বিধাননগরের মেয়র ফোনে জানিয়ে দেন, শারীরিক ভাবে অসুস্থ।
তাই বৈঠকে হাজির থাকতে পারবেন না। ওপর দিকে মুকুল রায় দাবী করছেন ভোটের টিকিট দেওয়া শুরু হলে অনেকেই বিজেপি তে যোগ দেবার জন্য আসবেন। তবে তিনি সব্যসাচী বাবুর ব্যাপারে কিছু বলেননি সাংবাদিকদের। শুধু বলেছেন সৌজন্য দেখা করা। উনি আমার ভাই এর মতো। কিন্তু রাজনৈতিক মহল বলছেন মুকুল বাবু যাবার পরদিনই তিনি দলীয় মিটিংএ অনুপস্থিত হয়ে গেলেন। এটা শুধু শুধু নয়। হইত এটাতে থাকতে পারে নতুন অঙ্ক।কারণ সূত্রের খবর, বিজেপির তরফে সব্যসাচীকে বারাসত থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সেই প্রস্তাব নিয়েই শুক্রবার রাতে তাঁর বাড়িতে যান মুকুল রায়।
Loading...
কোন মন্তব্য নেই