Header Ads

ভোটের আগে কোলকাতা পুলিশের নতুন উদ্যোগ। সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনি। আপনার প্রিয় শহরকে ঠিক রাখতে।

নজরবন্দি ব্যুরোঃ সামনেই নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে যাতে কোন অপরাধ মূলক কাজ না হয় তার জন্য এক বিশেষ উদ্যোগ নিল কোলকাতা পুলিশ। আপনার এলাকায় কোনও অপরাধমূলক কাজ চলছে? চোখের সামনে কোনও অপরাধ সংঘটিত হতে দেখেছেন আপনি? তাহলে আর দেরি না করে সরাসরি জানান কলকাতা পুলিসকে। কিন্তু কি ভাবে জানাবেন সেই ঘটনা?

এই জন্য কোলকাতা পুলিশ এক টি নতুন হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে। নম্বর টি হল ৭০৪৪৫৫০০০০।আপনার আশেপাশে কোন অপরাধ মূলক কাজ হতে দেখলে তা জানান কোলকাতা পুলিশের এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে। ভোটের আগে কোথাও কোন টাকার লেনদেন হচ্ছে কিনা বা কোথাও অস্ত্র মজুত কারা হচ্ছে কিনা এই সব জানানোর জন্য এই নম্বর। যাতে করে এই সাধারণ নির্বাচন সঠিক ভাবে কোন রক্তপাত ছাড়া হতে পারে।

কোলকাতা পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে সঠিক তথ্য যাঁরা দেবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে। একইসঙ্গে সঠিক তথ্য প্রদানকারীদের পুরস্কারও দেবার ব্যবস্থা করা হবে। তাহলে আর দেরী কেন? চলে আসুন কোলকাতা পুলিশের পাশে আর নিরাপদ রাখতে সাহায্য করুন আপনার প্রিয় শহরকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.