Header Ads

ভারতীয় বায়ুসেনার ছোঁড়া বোমার আঘাতে নষ্ট হয়েছে একাধিক পাইন গাছ।তাই পাইলটদের বিরুদ্ধে এফআইআর পাকিস্তানের।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় বায়ুসেনার ছোঁড়া বোমার আঘাতে নষ্ট হয়েছে একাধিক পাইন গাছ। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়েছে। এই অভিযোগে শুক্রবার ভারতীয় বায়ুসেনার পাইলটদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পাকিস্তান। পাশাপাশি একই ইস্যুতে রাষ্ট্রসংঘেও ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা শুরু করেছে ইসলামাবাদ।


পাকিস্তানের জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী মালিক আমিন আসলাম অভিযোগ করেন, তাঁদের ভূমিতে ঢুকে 'ইকো-টেররিজম' চালিয়েছে ভারত। তাঁদের বনজ সম্পদ নষ্ট করে দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার ছোঁড়া বোমার আঘাতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে খাইবার-পাকতুনখোয়ার অন্তর্গত বালাকোটের জাব্বা পাহাড়ের উপরের বনভূমি।আন্তর্জাতিক নিময়-নীতি লঙ্ঘন করেছে ভারত।উল্লেখ্য জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ নাশকতা চালায় পাক মদতপুষ্ট জইশ জঙ্গি। তার বদলা নিতে ভারতের বায়ু সেনা এয়ার স্ট্রাইক করে জইশ জঙ্গি ঘাঁটিতে। প্রায় ১০০০ কেজি বোমা ফেলে সেখানে।

 বায়ু সেনার দাবী জইশ এর ঐ ঘাঁটি বোমার আঘাতে গুড়িয়ে গিয়েছে খতম হয়েছে অনেক জঙ্গি। প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেও, এই এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করে পাকিস্তান। কিন্তু ইমরান সরকার দাবী করে সেখানে কোন মানুষের ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বনভূমির। ফলে তা পরিবেশের উপর প্রভাব পরবে। তাই তারা ভারতের বিরুদ্ধে পরিবেশ নষ্টের অভিযোগে সরব ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.