Header Ads

হাফিজ সইদের জুম্মার নামাজে বক্তব্য রাখা বন্ধ করলো পাকিস্তান।

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার লাহোরের জামিয়া মসজিদ কাদসিয়ায় হাফিজ সইদের বক্তৃতা বন্ধ করে দিল পাক পুলিস। প্রতি শুক্রবার জুম্মার নামাজে বক্তব্য রাখতেন হাফিজ সইদ। এই মসজিদকেই হাফিজ সইদের সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান কার্যালয় বলে মনে করা হয়।


 উল্লেখ্য, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে লাহোরের ওই মসজিদের ওই মসজিদটির দখল নিয়েছে পাক পঞ্জাব সরকার। সইদের দুটি সংগঠনকে নিষিদ্ধ করার পর ওই ব্যবস্থা নেওয়া হয়। তবে এই তত্পরতাকে বড় করে দেখেছে না ভারত। কারণ যে কোনও জঙ্গি হামলার পরই এরকম ব্যবস্থা নেয় পাক সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.