Header Ads

ভোট লুঠ করতে দেব না, ডায়মন্ড হারবারে গো-হারান হারবে ভাইপোঃ সুজন চক্রবর্তী।

নজরবন্দি ব্যুরোঃ তৃনমূলের যুবরাজ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দোপাধ্যায় েই মুহুর্তে ডায়মণ্ড হারবার কেন্দ্রের সাংসদ। গতবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের ডাক্তার আবু হাসনাত কে প্রায় ৭০০০০ ভোটে হারিয়ে লোকসভায় গিয়েছিলেন অভিষেক। তিনি পেয়েছিলেন ৫০৮৪৮১ টি ভোট আর সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন ৪৩৭১৮৭ টি ভোট। 
এবারেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন অভিষেক ব্যানার্জী তাঁর বিপরীতে প্রার্থী ডাক্তার ফুয়াদ হালিম। ফুয়াদ হালিম কে নিয়ে প্রার্থী ঘোষণার সাথে সাথেই জোর প্রচারে নেমেছে সিপিআইএম। দেওয়াল লিখনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াকেও ব্যাবহার করা হচ্ছে অস্ত্র হিসেবে। চলছে পথসভা, মিছিল আর বাড়ি বাড়ি প্রচার। প্রচারে কার্যত অভিষেক কে পেছনে ফেলেছেন ফুয়াদ হালিম।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন, পঞ্চায়েতের মত এই নির্বাচন অত সহজ হবে না। ১০০% ভোট করবেন তাঁরা। যে কোন মূল্যে আটকাবেন ভোট লুঠ। ডায়মন্ড হারবারের মানুষ চায় মুক্তি, তাই তাঁদের ভোটাধিকার প্রয়োগের অধিকারকে ১০০% নিশ্চিত করবে বামেরা। সুজন চক্রবর্তীর কটাক্ষ পিসি এসে কাঁদলেও কিছু হবে না, ডায়মন্ড হারবারে গো হারান হারবে ভাইপো। অন্যদিকে একাধিক কেলেঙ্কারি নিয়েও মুখ্যমন্ত্রীর ভাইপো কে এক হাত নেন সুজন। তিনি বলেন সব ক্রমশ প্রকাশ্য, ইডি সিবিআই সবার নজরেই রয়েছে ভাইপো। পালাতে পথ পাবেনা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.