ভারতীয় বায়ুসেনায় যুক্ত হতে চলেছে চিনুক হেলিকপ্টার।
নজরবন্দি ব্যুরোঃ সোমবার থেকে চণ্ডীগড়ে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া চিনুক হেভি-লিফ্ট চপার অতি-ভারবাহী বা হেভি-লিফ্ট চপার মোতায়েন করবেন। এখবর জানানো হয়েছে বায়ুসেনা সূত্রে। ১৫টি চিনুক কপ্টার কিনতে খরচ হয়েছে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।
পাহাড়ের উচ্চতায় এবং দুর্গম স্থানে সেনাবাহিনী এবং মেশিনপত্র স্থানান্তরিত করার জন্যই মূলত চিনুক ব্যবহৃত হবে।হেভি-লিফ্ট, ট্যান্ডেম রোটর হেলিকপ্টার চিনুক সারা বিশ্বের ১৯টি বায়ুসেনার কাছে আছে। এই কপ্টারগুলিকে সেনাকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া, মালপত্র স্থানান্তরিত করা সহ একাধিক কাজে ব্যবহার করা হয়।
Loading...
কোন মন্তব্য নেই