বিমান বন্দরে স্ত্রীর সোনা নিয়ে ধরা পড়ার ঘটনায় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরোঃ স্ত্রী'কে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী রুজিরা নারুলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যাবতীয় 'রটনা'কে গুজব বলে উড়িয়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কদিন ধরেই সোশ্যাল মিডিয়া তথা বেশ কিছু জাতীয় সংবাদমাধ্যমে খবর ছড়ায়, কলকাতা বিমানবন্দরে ২ কেজি সোনা-সহ ধরা পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
এমনকী
, শুল্ক দপ্তরের হাত থেকে বাঁচাতে কলকাতা পুলিশ তাঁকে বিমানবন্দর থেকেই উদ্ধার করে নিয়ে গিয়েছে বলেও খবর ছড়ায়। তিনি চ্যালেঞ্জ করেন, 'যদি ২ গ্রাম সোনার উপস্থিতির প্রমাণও কেউ দিতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব।' তৃণমূল সাংসদ এদিন কিছু, সর্বভারতীয় সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, 'কেউ লিখছে আমার স্ত্রীকে শুল্ক দপ্তর গ্রেপ্তার করেছে। কেউ লিখেছে আটক করেছে। কেউ লিখেছে, দশ হাজার ডলার নিয়ে ধরা পড়েছে, কেউ লিখেছে ১০ লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছে।
সবটাই ভুয়ো। আমার স্ত্রীকে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশও কোনওরকম অতিরিক্ত সুবিধা দেয়নি।'অভিষেকের সাফ দাবি, দিল্লির চাপেই শুল্ক দপ্তর তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। সেই এফআইআরেরও কোনও সারবত্তা নেই বলে দাবি সাংসদের। তাছাড়া কাস্টমসের গোপন চিঠি কীভাবে সংবাদমাধ্যমের কাছে পৌঁছাল তা নিয়েও প্রশ্ন করেন।
এমনকী
সবটাই ভুয়ো। আমার স্ত্রীকে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশও কোনওরকম অতিরিক্ত সুবিধা দেয়নি।'অভিষেকের সাফ দাবি, দিল্লির চাপেই শুল্ক দপ্তর তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে। সেই এফআইআরেরও কোনও সারবত্তা নেই বলে দাবি সাংসদের। তাছাড়া কাস্টমসের গোপন চিঠি কীভাবে সংবাদমাধ্যমের কাছে পৌঁছাল তা নিয়েও প্রশ্ন করেন।
Loading...
কোন মন্তব্য নেই