Header Ads

ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের জন্য আর্থিক সাহায্য বরুণ ধাওয়ানের

নজরবন্দি ব্যুরোঃ করোনার আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। ধীরে ধীরে ভারতে ও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করে দিয়েছেন।এই লকডাউনের সব বিপদের মুখে পরেছে দেশের সুস্থ ও দরিদ্র মানুষরা।তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেলিব্রেটিরা অক্ষয় কুমার, সলমন খান, হৃত্বিক রোশন শাহরুখ খান একের পর এক তারকা দুস্থ মানুষদের উদ্দেশ্যে দিয়েছেন অনুদান। তবে সেই তালিকায় বরুণ ধাওয়ানের নামও রয়েছে।
প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন বরুণ।এবার বরুণ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ফিল্ম ইন্ডাস্ট্রি টেকনিশিয়ানদের জন্য।ফিল্ম ইন্ডাস্ট্রির ৫ লক্ষ টেকনিশিয়ান থেকে শুরু করে অন্যান্য দৈনিক রোজগেরে কলাকুশলীদের জন্য আর্থিক সাহায্য করেছেন বরুণ।২৪ এপ্রিল জন্মদিন ছিল বরুণ কিন্তু অন্যবারের মত এইবার আর অতো ধূমধাম করে জন্মদিন পালন করেননি বরুণ।বরং নিজের জন্মদিনের দিনই আর ওই দিনই ফিল্ম ইন্ডাস্ট্রির স্পটবয় সহ অন্যান্য টেকনিশিয়ানদের আর্থিক সাহায্য করেন বরুণ।ওয়াস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ-এর সভাপতি অশোক পণ্ডিত বরুণের এই অনুদানের কথা টুইট করে জানান।তবে বরুণের আগে সলমন খান,অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, রোহিত শেঠি, অর্জুন কাপুর, বনি কাপুরের মত তারকারা ইন্ডাস্ট্রির কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.