স্বামী মহেশ ভাট কে সঙ্গে নিয়েই রান্না করছেন স্ত্রী সোনি, মা-বাবার এই ভিডিও দেখে অবাক আলিয়া
নজরবন্দি ব্যুরোঃ করোনার জেড়ে দেশ জুড়ে লকডাউন। সাধারণ মানুষ থেকে তারকা সবাই প্রায় ঘরবন্দি।এই রকম ঘরবন্দি অবস্থাতে নিজের রাতের খাবার নিজেই বানাচ্ছেন অভিনেত্রী সোনি রাজদান।তা শুধু একা রান্না করছেন তা নয় বরং নিজের স্বামী পরিচালক মহেশ ভাট কেও রান্না করা শেখাচ্ছেন সোনি।আর সেই ভিডিও নিজের ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন সোনি রাজদান।সেই ভিডিও টিতে দেখা যাচ্ছে স্বামী মহেশ ভাট স্ত্রী সোনি রাজদানের সঙ্গে রান্না করছেন।
আর সেই ভিডিও আপলোড করে সোনি রাজদান লেখেন,আমাদের রান্নার ক্লাস ভালোই চলছে।আমরা তো ভাবতেই পারিনা যে আমরা রান্না করতে পারি।তবে অনেকেই তাদের এই ভিডিও নিয়ে টিকটক বানাতে চাইছিল।কিন্তু সোনি রাজদান মানা করে দিয়েছেন।সোনি রাজদানের এই ভিডিওতে হতবাক কমেন্ট করেন মেয়ে আলিয়া ভাটও।তবে এটা নতুন নয় এর আগেও সোনি রাজদান আরো অনেক রান্না ভিডিও পোস্ট করেছেন লকডাউনে।তবে সোনি রাজদানের কথায় তিনি নাকি খুব একটা ভালো রান্না করতে পারেন না।অন্যদিকে লকডাউনের কারণে বাবা মা এর কাছে আসতে পারছেন না আলিয়া ভাট ও শাহিন ভাট।আসলে আলিয়া ও শাহিন থাকেন আলিয়ার কেনা নতুন বাড়িতে। তবে লকডাউনের কারণে মা বাবার কাছে যেতে পারছেন না আলিয়া।
https://www.instagram.com/p/B_ZCkpdli_H/
https://www.instagram.com/p/B_ZCkpdli_H/
Loading...
কোন মন্তব্য নেই