করোনা যুদ্ধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ১ হাজার পিপিই কিট বিদ্যার
নজরবন্দি ব্যুরোঃ এবার করোনার যুদ্ধে এগিয়ে এলেন বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান।এবার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের ১ হাজার পিপিই কিট দেবেন বিদ্যা বালান।তার এই পিপিই কিট দেওয়ার সিদ্ধান্তের কথা তিনি সোশ্যাল মিডিয়ায় জানান।ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন বিদ্যা বলেন,করোনা যুদ্ধে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সৈনিকদের মতোই লড়াই করছেন।
যুদ্ধের সময় সৈনিকদের যেমন অস্ত্রের প্রয়োজন হয় ঠিক তেমনই আমাদের দেশের চিকিৎসকদের করোনার সাথে যুদ্ধে প্রয়োজন পিপিই কিট।কারণ চিকিৎসকরা বারবারই করোনার আক্রান্ত রোগীর সংস্পর্শে আসছেন।তাই তাদের পিপিই কিটের খুব প্রয়োজন।তাই আমি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ১ হাজার PPE কিট দেওয়া সিদ্ধান্ত নিয়েছি।বিদ্যা আরো জানিয়েছেন PPE কিটের মূল্য ৬৫০ টাকা। যার মধ্যে থাকে ফেসমাস্ক, সার্জিক্যাল মাস্ক, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, জুতো সহ আরও অনেক কিছু।
যুদ্ধের সময় সৈনিকদের যেমন অস্ত্রের প্রয়োজন হয় ঠিক তেমনই আমাদের দেশের চিকিৎসকদের করোনার সাথে যুদ্ধে প্রয়োজন পিপিই কিট।কারণ চিকিৎসকরা বারবারই করোনার আক্রান্ত রোগীর সংস্পর্শে আসছেন।তাই তাদের পিপিই কিটের খুব প্রয়োজন।তাই আমি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ১ হাজার PPE কিট দেওয়া সিদ্ধান্ত নিয়েছি।বিদ্যা আরো জানিয়েছেন PPE কিটের মূল্য ৬৫০ টাকা। যার মধ্যে থাকে ফেসমাস্ক, সার্জিক্যাল মাস্ক, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, জুতো সহ আরও অনেক কিছু।
Loading...
কোন মন্তব্য নেই