Header Ads

ধৈর্য ধরুন আপনাদের ফেরানোর বিষয়ে সব ব্যবস্থা করছি- শ্রমিকদের উদ্দেশ্যে এমনটাই জানালেন যোগী।

নজরবন্দি ব্যুরো: করোনার মোকাবিলার জন্য দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনে এই মারণ ভাইরাসকে আটকানো সম্ভব হলেও সমস্যার মুখে পরিযায়ী শ্রমিকরা। কাজ বন্ধ থাকার ফলে এদের রোজগার বন্ধ হয়ে গেছে। অনেকেই আটকে আছে ভিন রাজ্যে। এই পরিস্থিতিতে নিজের মানুষের কাছে ফিরতে চায় তারা। তাই অনেকে ধৈর্য হারিয়ে পায়ে হেঁটে নিজেদের রাজ্যে ফেরার চেষ্টা করেছেন।এতে মৃত্যুও হয়েছে অনেকের। এদের মধ্যে কারোর কারোর বাড়ি উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায়। আর এই ঘটনা সামনে আসতেই দেশজুড়ে চলছে সমালোচনার ঢেউ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিষয়ে তাদের ধৈর্য ধরার আবেদন জানিয়েছেন। বলেছেন পায়ে হেঁটে বাড়ি ফেরার কোনো দরকার নেই।
 আপনাদের ফেরানোর জন্য আমরা সব ব্যবস্থা করছি। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের আধিকারিকদের ওই শ্রমিকদের ফেরানোর প্রস্তুতি নিতে বলেন যোগি। তিনি ছয় লক্ষ মানুষের জন্য রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টার, শেল্টার হোম, কমিউনিটি কিচেন খোলার নির্দেশ দেন। শ্রমিকদের উদ্দেশ্যে টুইট করে যোগী জানান আপনারা একটু ধৈর্য ধরুন। অন্য রাজ্যগুলির সাথে আলোচনা করে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হচ্ছে আপনাদের ঘরে ফেরানোর বিষয়ে। প্রয়োজনে আপনারা ওই রাজ্যে সরকারের সাথে যোগাযোগ করুন। দয়া করে কেউ পায়ে হেঁটে আসবেন না। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্র জানান যে সমস্ত রাজ্যের উত্তরপ্রদেশের শ্রমিকরা আটকে আছে সেখানকার সরকারের সাথে কথা হয়েছে শ্রমিকদের ফোন নাম্বার, নাম, ঠিকানা ও শারীরিক পরীক্ষার রিপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে তাদের চিঠিও পাঠানো হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.