কিংবদন্তি ফুটবলার চূনী গোস্বামীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
নজরবন্দি ব্যুরো: ক্রীড়াজগতের নক্ষত্র পতন। ফুটবলার চূনী গোস্বামী চলে গেলেন না ফিরে আসার দেশে। দেশ সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে দুদিনে মৃত্যু হয়েছে দুই জনপ্রিয় অভিনেতা এবং একজন ফুটবলারের। কাল প্রয়াত হন জনপ্রিয় অভিনেতা ইরফান খান, বয়স ৫৩ বছর । অনেক দিন ধরে তিনি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন, অবশেষে কাল সব লড়াইয়ের অনসান হল। তার পরেই আজ সকালে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরের, বয়স ৬৮ বছর। পর পর দুদিনে দুজন অভিনেতা কে হারিয়ে শোকের ছায়া ফ্লিম ইন্ডাস্ট্রিতে। সেই শোক কাটতে না কাটতেই প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার চূনী গোস্বামী।
তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল তরফে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ১৯৬২ সালে এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক ছিলে তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা ক্রীড়া জগতে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, চূনী গোস্বামীর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। ভারতীয় ফূটবল জগতের সেরা ফুটবলার ছিলেন চূনী গোস্বামী। ফুটবল জগতের একজন আইকন ছিলেন। তিনি দেশকে ও রাজ্যকে অনেক সন্মান এনে দিয়েছেন। তাঁর মৃত্যু ফুটবলের দুনিয়ার জন্য ক্ষতি। তাঁর পরিবারের প্রতি ও বন্ধুদের প্রতি আমি সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।
তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল তরফে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ১৯৬২ সালে এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক ছিলে তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা ক্রীড়া জগতে। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, চূনী গোস্বামীর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। ভারতীয় ফূটবল জগতের সেরা ফুটবলার ছিলেন চূনী গোস্বামী। ফুটবল জগতের একজন আইকন ছিলেন। তিনি দেশকে ও রাজ্যকে অনেক সন্মান এনে দিয়েছেন। তাঁর মৃত্যু ফুটবলের দুনিয়ার জন্য ক্ষতি। তাঁর পরিবারের প্রতি ও বন্ধুদের প্রতি আমি সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।
Loading...
কোন মন্তব্য নেই