টিকিয়াপাড়া কান্ড কড়া হাতে দমন পুলিশের, ধরা পড়ল মূল অভিযুক্ত; জামিন অযোগ্য মামলা।
কয়েকজন পুলিশ কর্মী আহত হন, পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। এরপরেই শুরু হয় বিজেপির আক্রমন, আক্রমণকারীরা মুসলিম এই ইস্যু তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমন শানান বিজেপি নেতারা, মুখ্যমন্ত্রীর একদা বক্তব্য তুলে তাঁদের আক্রমনের ব্যাখ্যা ছিল "যে গরু দুধ দেয় তাঁর লাথি খেতে হয়!" পরে তার জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "টিকিয়াপাড়ার ঘটনা ঘটা উচিত ছিল না। খারাপ ঘটনা।পুলিশ অ্যাকশন নেবে!" এরপরেই বিজেপি কে বিঁধে তিনি বলেন, "তোমার কী! সারাক্ষণ শকুনির মতো বসে আছে। কখন একটা ডেড বডি আসবে আর ঠুকরে ঠুকরে খাবে!" অবশ্য দুধ দেওয়া প্রসঙ্গেও জবাব দেন মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন "এসবে আমরা জাত-ধর্ম দেখি না। অন্যায় করলে কোনও হিন্দু-মুসলমান নেই। ক্রাইম ইজ ক্রাইম।"
ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে পুলিশ ১০ জন কে ধরেছিল আর এদিন ধরা পড়ল মূল অভিযুক্ত সহ ২ জন। প্রথম ১০ জনের ইতিমধ্যেই ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই