Header Ads

টিকিয়াপাড়া কান্ড কড়া হাতে দমন পুলিশের, ধরা পড়ল মূল অভিযুক্ত; জামিন অযোগ্য মামলা।

নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত, রাজ্যেও সংক্রমনের গতিও কম নয়। চলছে লকডাউন, কিন্তু রাজ্যের বহু জায়গায় তা পালন করছেন না সাধারণ মানুষ। তারই মধ্যেই রাজ্যে ঘটেছে অত্যন্ত দূর্ভাগ্য জনক ঘটনা। ঘটনাস্থল রেড জোন হাওড়ার টিকিয়াপাড়া। টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে বিকেল-সন্ধ্যের দিকে লকডাউন ভেঙে রাস্থায় বেরিয়ে আসেন প্রচুর মানুষ। রেড জোনের ভয় উড়িয়ে রাস্তায় বেরিয়ে আসেন প্রচুর মানুষ। খবর পেয়ে লকডাউন কার্যকর করতে রাস্তায় নামে পুলিশ৷ জনতাকে প্রথমে বলা হয় বাড়ি ফিরে যাওয়ার জন্যে। ব্যাস পুলিশের সঙ্গে বচসা বাধে স্থানীয় বাসিন্দাদের, ক্রমে তা হাতাহাতিতে পৌঁছায়৷ পুলিশ মৃদু লাথি চার্য করে, এরপরই পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং পুলিশের ওপর ইট বৃষ্টি এবং মার।
 কয়েকজন পুলিশ কর্মী আহত হন, পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। এরপরেই শুরু হয় বিজেপির আক্রমন, আক্রমণকারীরা মুসলিম এই ইস্যু তুলে মুখ্যমন্ত্রীকে আক্রমন শানান বিজেপি নেতারা, মুখ্যমন্ত্রীর একদা বক্তব্য তুলে তাঁদের আক্রমনের ব্যাখ্যা ছিল "যে গরু দুধ দেয় তাঁর লাথি খেতে হয়!" পরে তার জবাব দেন মুখ্যমন্ত্রী।  তিনি বলেন, "টিকিয়াপাড়ার ঘটনা ঘটা উচিত ছিল না। খারাপ ঘটনা।পুলিশ অ্যাকশন নেবে!" এরপরেই বিজেপি কে বিঁধে তিনি বলেন, "তোমার কী! সারাক্ষণ শকুনির মতো বসে আছে। কখন একটা ডেড বডি আসবে আর ঠুকরে ঠুকরে খাবে!" অবশ্য দুধ দেওয়া প্রসঙ্গেও জবাব দেন মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দেন "এসবে আমরা জাত-ধর্ম দেখি না। অন্যায় করলে কোনও হিন্দু-মুসলমান নেই। ক্রাইম ইজ ক্রাইম।"
ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে পুলিশ ১০ জন কে ধরেছিল আর এদিন ধরা পড়ল মূল অভিযুক্ত সহ ২ জন। প্রথম ১০ জনের ইতিমধ্যেই ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
পুলিশ সূত্রে খবর,হাওড়া টিকিয়াপাড়ায় হামলার ঘটনায় ৩টি এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি ১৮৬,১৮৮,১৮৯, ৩৩২ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে৷ পাশাপাশি Prevention of Damage to Public Property Act, Disaster Management Act এর ধারাতেও মামলা রুজু হয়েছে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.