Header Ads

নবান্নের নয়া নির্দেশিকা, সরকারি অনুমতি ছাড়াই বেসরকারি হাসপাতালে করা যাবে করোনার চিকিৎসা


নজরবন্দি ব্যুরো ঃ নবান্ন জারি করলো নয়া নির্দেশিকা। এবার থেকে বেসরকারি হাসপাতালও করোনা আক্রান্তদের ভর্তি নিতে পারবে। তার জন্য দরকার হবে না সরকারি অনুমতির। তার সাথে এও বলা হয়েছে কোনো হাসপাতাল এই নির্দেশিকা না মানলে কর্তৃপক্ষের বিরুদ্ধে কাঠর ব্যবস্থা নেওয়া হবে। বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের ও নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে তারা করোনায় আক্রান্ত দের চিকিৎসা করতে চাইছে না। তার জন্য সরকারি অনুমতি চাইছে।
 অনেক রোগীকে বিনা চিকিৎসায় ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতাল গুলিকে চিকিৎসায় সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন। এদিন নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আর কোন রোগী কে ফেরত পাঠানো যাবে না। বিনা চিকিৎসায় রোগীদের ফেরত পাঠানো বন্ধ করতেই হবে। রাজ্যের বেশ কিছু নার্সিংহোমে করোনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আগেই। কোন হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে রোগীদের ফেরত পাঠানোর অভিযোগ এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.