Header Ads

শেয়ারে স্বস্তি; করোনা আতঙ্কের মধ্যে উঠল শেয়ার সূচক

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা সংক্রমণ দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিন বিকেলেই দৈনিক করোনা–বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখন সুস্থতার হার ২৫ শতাংশের বেশি। যা গত ১৪ দিন আগেও ছিল ১৩ শতাংশ।
আর এই করোনা আতঙ্কের মধ্যে অর্থনৈতিক মহলকে স্বস্তির খবর। বৃহস্পতিবার ৪ শতাংশ উঠল শেয়ার সূচকও। এদিন এমাসের জন্য বাজার বন্ধ হওয়ার সময় শেয়ার সূচক ১৪ শতাংশ বা ৪২০০ পয়েন্ট উঠেছে। ২০০৯–এর পর এটাই এক মাসে সব থেকে বেশি লাভ দালাল স্ট্রিটের।
এই করোনা ভাইরাসের কারণে শেয়ার সূচক পড়েছিল ২৩ শতাংশ। এদিন এমাসের মতো বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স সূচক ১০০০ পয়েন্ট বা তিন শতাংশ উঠে দাঁড়ায় ৩৩,৭১৭ পয়েন্টে। নিফটির সূচক ৩.‌২ শতাংশ উঠে বাজার বন্ধ হওয়ার সময় দাঁড়ায় ৯৮৫৯ পয়েন্টে। মার্চের ২৪ তারিখের থেকে ৩১ শতাংশ উঠেছে সেনসেক্সের সূচক। ওএনজিসি, টাটা স্টিল, ইনফোসিসের মতো কোম্পানিগুলোর শেয়ার এদিন ভালো ব্যবসা করেছে। মাসের শেষে শেয়ারের এই উন্নতিতে স্বাভাবিকভাবেই স্বস্তির খবর বলে মনে করছে বিশেষজ্ঞরা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.