করোনায় মৃত্যু হলেও ডেথ সার্টিফিকেটে লেখা যাবেনা! অর্ডার ফাঁস করে শাস্তির মুখে সুপার।
নজরবন্দি ব্যুরোঃ আচমকাই বদলি করে দেওয়া হল মুর্শিদাবাদ জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার দেবেশ সাহাকে! তাকে সুপারের পদ থেকে সরিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন? সূত্রের খবর, মুর্শিদাবাদ তথা বহরমপুর হাসপাতালের একটি অর্ডার প্রকাশ্যে চলে আসে। অর্ডারে দেখা যাচ্ছে, হাসপাতালের চিকিৎসকদের ডিউটির রোস্টার ঠিক করা হয়েছে পাশাপাশি তার নীচে লেখা রয়েছে কোনও রোগীর দেহে কোভিড পজিটিভ থাকলেও, ডেথ সার্টিফিকেটে সেটা উল্লেখ করার দরকার নেই! পড়ে যায় হুলুস্থুল! কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সেই অর্ডার দেখিয়ে চ্যালেঞ্জ করেন রাজ্য সরকার কে। তারপরদিনেই এমন সিদ্ধান্ত!
কার্যত ডিমোশান করে বদলির অর্ডার জারি করা হয় মুর্শিদাবাদ জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার দেবেশ সাহাকে!
এদিন অধীর চৌধুরী এক বার্তায় জানান! এটা কি করছে রাজ্য সরকার? অর্ডার জারি করল প্রশাসন আর বদলি করা হল সুপার কে! যার নির্দেশে এই অর্ডার তার কোন শাস্তি নেই।
অন্যদিকে বিজেপি সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় ট্যুইট করে জানিয়েছেন, "মুর্শিদাবাদের এই সরকারি নির্দেশে স্পষ্ট লেখা আছে, যে কোভিড ১৯ কারও থাকলেও তা উল্লেখ না করতে। রাজ্য সরকার বলুক, এই নির্দেশটা কি ভুল বা ভিত্তিহীন? তা না হলে আমি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করব।"
অন্যদিকে একই ইস্যুতে গতকাল ট্যুইট করেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র!
কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন? সূত্রের খবর, মুর্শিদাবাদ তথা বহরমপুর হাসপাতালের একটি অর্ডার প্রকাশ্যে চলে আসে। অর্ডারে দেখা যাচ্ছে, হাসপাতালের চিকিৎসকদের ডিউটির রোস্টার ঠিক করা হয়েছে পাশাপাশি তার নীচে লেখা রয়েছে কোনও রোগীর দেহে কোভিড পজিটিভ থাকলেও, ডেথ সার্টিফিকেটে সেটা উল্লেখ করার দরকার নেই! পড়ে যায় হুলুস্থুল! কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সেই অর্ডার দেখিয়ে চ্যালেঞ্জ করেন রাজ্য সরকার কে। তারপরদিনেই এমন সিদ্ধান্ত!
কার্যত ডিমোশান করে বদলির অর্ডার জারি করা হয় মুর্শিদাবাদ জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার দেবেশ সাহাকে!
এদিন অধীর চৌধুরী এক বার্তায় জানান! এটা কি করছে রাজ্য সরকার? অর্ডার জারি করল প্রশাসন আর বদলি করা হল সুপার কে! যার নির্দেশে এই অর্ডার তার কোন শাস্তি নেই।
অন্যদিকে বিজেপি সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয় ট্যুইট করে জানিয়েছেন, "মুর্শিদাবাদের এই সরকারি নির্দেশে স্পষ্ট লেখা আছে, যে কোভিড ১৯ কারও থাকলেও তা উল্লেখ না করতে। রাজ্য সরকার বলুক, এই নির্দেশটা কি ভুল বা ভিত্তিহীন? তা না হলে আমি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করব।"
অন্যদিকে একই ইস্যুতে গতকাল ট্যুইট করেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র!
What does your favourite blue over black typed letters on white paper signify, Madam? Can this blue erase writings on the white walls? We're eager to know the truth and not to shy away from it. We promise to equally share with you even if it's a matter of shame.@MamataOfficial pic.twitter.com/TLyiLDqABb— Surjya Kanta Mishra (@mishra_surjya) April 29, 2020
Loading...
কোন মন্তব্য নেই