বিজেপি পার্টি অফিস থেকে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল; ঘটনাস্থলে পুলিশ
নজরবন্দি ব্যুরো: বিজেপির পার্টি অফিস থেকে রেশনের চাল উদ্ধারের ঘটনা ঘটল। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাটে।
স্থানীয়দের অভিযোগ, বানারহাটের তেলি পাড়ার বিজেপি পার্টি অফিসে কয়েকশো কুইন্টাল চাল মজুত করা হয়েছিল। এদিন খবর পেয়ে হানা দেয় বানারহাট থানার পুলিশ ও ফুড ইনস্পেক্টর। উদ্ধার করে বস্তা বস্তা চাল। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান সীমা দাস ও তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী অভিযোগ করেছেন, স্থানীয় রেশন এজেন্ট তাঁর কোটার আগামী মাসের পুরো চালটাই বিজেপির হাতে তুলে দিয়েছিলেন।
এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। পাশাপাশি পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগামীকাল থেকে এলাকায় রেশন বিলি শুরু হবে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। তিনি জানিয়েছেন, "গত লোকসভা নির্বাচনের সময় জন বার্লার নির্বাচনী কাজের জন্য ওই ঘর আমরা ভাড়া নিয়েছিলাম। কিন্তু ভোটের পর আমরা ঘর ছেড়ে দিয়েছি। তবে সেখান থেকে আমরা আমাদের ফ্ল্যাগ খুলতে ভুলে গিয়েছি। তাই ওখানে ফ্ল্যাগ রয়ে গিয়েছে।"
স্থানীয়দের অভিযোগ, বানারহাটের তেলি পাড়ার বিজেপি পার্টি অফিসে কয়েকশো কুইন্টাল চাল মজুত করা হয়েছিল। এদিন খবর পেয়ে হানা দেয় বানারহাট থানার পুলিশ ও ফুড ইনস্পেক্টর। উদ্ধার করে বস্তা বস্তা চাল। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান সীমা দাস ও তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী অভিযোগ করেছেন, স্থানীয় রেশন এজেন্ট তাঁর কোটার আগামী মাসের পুরো চালটাই বিজেপির হাতে তুলে দিয়েছিলেন।
এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। পাশাপাশি পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, আগামীকাল থেকে এলাকায় রেশন বিলি শুরু হবে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। তিনি জানিয়েছেন, "গত লোকসভা নির্বাচনের সময় জন বার্লার নির্বাচনী কাজের জন্য ওই ঘর আমরা ভাড়া নিয়েছিলাম। কিন্তু ভোটের পর আমরা ঘর ছেড়ে দিয়েছি। তবে সেখান থেকে আমরা আমাদের ফ্ল্যাগ খুলতে ভুলে গিয়েছি। তাই ওখানে ফ্ল্যাগ রয়ে গিয়েছে।"
Loading...
কোন মন্তব্য নেই