আবার নতুন লুকে পর্দায় ফিরছেন মিঠুন!
নজরবন্দি ব্যুরোঃ বিদেশে দীর্ঘ দিন চিকিৎসার পর আবার তিনি কি পর্দায় ফিরতে পারবেন? এই নিয়ে যখন তাঁর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তখনি বিবেক অগ্নিহত্রীর হাত ধরে পর্দায় নতুন রূপে ফিরতে চলেছেন ডিস্ক ডান্সার মিঠুন চক্রবর্তী।
এবার লাল বাহাদুর শাস্ত্রীর রহস্য জনক ভাবে মৃত্যু নিয়ে তৈরি হওয়া বই "হু কিল্ড শাস্ত্রী" তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। দীর্ঘ রোগ ভোগের পরে এটিই হবে মিঠুন চক্রবর্তীর প্রথম বই।ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক অগ্নিহত্রী। আগামী ১২ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।
এবার লাল বাহাদুর শাস্ত্রীর রহস্য জনক ভাবে মৃত্যু নিয়ে তৈরি হওয়া বই "হু কিল্ড শাস্ত্রী" তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। দীর্ঘ রোগ ভোগের পরে এটিই হবে মিঠুন চক্রবর্তীর প্রথম বই।ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক অগ্নিহত্রী। আগামী ১২ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।
Loading...
কোন মন্তব্য নেই