Header Ads

ধোনির মেয়ে কটা ভাষায় কথা বলতে পারে জানেন? দেখুন ভিডিও।

নজরবন্দি ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ার দৌলতে জিভার মুখ থেকে তামিল ও ভোজপুরি ভাষা আগেই শুনেছিলেন। এবার মেয়েকে বাংলায় প্রশ্ন করলেন মহেন্দ্র সিং ধোনি। যার উত্তরও বাংলা ভাষাতেই দিল ছোট্ট জিভা। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন অনেক বেশি স্মার্ট শিশুরাও।

 অল্প বয়সেই তাদের প্রতিভা অবাক করে প্রত্যেককে। কিন্তু বছর চারেকের জিভা হয়তো আরও একটু অ্যাডভান্স। হিন্দি, ইংরাজি তো বটেই, ছয়-ছয়টা ভাষায় কথা বলতে শিখে গিয়েছে সে। বিশ্বাস হচ্ছে না? শুনুন তাহলে নিচেরনএই লিঙ্কে ক্লিক করে।
https://www.instagram.com/p/BvZHMeSlO29

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.