টিকটকের বিকল্প বলে বাজারে টিকটক প্রো! ভুলেও ডাউনলোড করবেন না।
নজরবন্দি ব্যুরোঃ টিকটকের নামে বাজারে রমরমিয়ে ডাউনলোড হচ্ছে টিকটক প্রো। নতুন এই অ্যাপ্লিকেশনটির কাজকম্মের সঙ্গে হুবুহু মিল রয়েছে টিকটকের। এই অ্যাপ সংক্রান্ত হোয়াটসঅ্যাপে আসা একটি মেসেজ আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই মেসেজটিতে দাবি করা হচ্ছে, আগের মত ফের টিকটকে ক্রিয়েটিভ ভিডিও বানানো যাবে। ইতিমধ্যেই টিকটক প্রো নামের ওই অ্যাপের লিঙ্ক হোয়াটস অ্যাপ ও এসএমএসে পাঠিয়ে তা ডাউনলোড করার জন্য বলছে। যদিও জানা গিয়েছে যে এটি একটি ক্ষতিকারক লিঙ্ক,যেটাতে ব্যবহারকারী ক্লিক করলেই তাঁর ডিভাইসের সমস্ত তথ্য চুরি যেতে পারে।
এই অ্যাপের বিষয়ে সতর্কতা জানিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল। সাইবার সেলের মতে, এই ভুয়ো অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যারের মতো ফাইল ব্যবহারকারীর ফোনে ছড়িয়ে পড়ে। অনেকেই এই টিকটক প্রো আসলে কি কাজ করে সে বিষয়ে অবগত নন, সেখানে টুইটার ব্যবহারকারীরা জানিয়েছেন যে অ্যাপটি সম্পূর্ণরূপে কোনও কাজের ছিল না। এছাড়াও যারা এই টিকটক প্রো ডাউনলোড করেছেন তাঁরা টুইটারে জানিয়েছেন যে এই অ্যাপ ব্যবহারকারীর কাছে ফোন ক্যামেরা ও মাইক্রোফোনের জন্য অনুমতি চায় কিন্তু পরে তার কোনওটাই ব্যবহার করা যায় না। এই সব আভাস থেকেই বোঝা যাচ্ছে যে এই দুর্নীতির খুব পরিচিত এক কৌশল, যা সাইবার অপরাধের স্বল্পতম পরিশ্রুত এবং সর্বাধিক সাধারণ রূপ।
এই অ্যাপের বিষয়ে সতর্কতা জানিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল। সাইবার সেলের মতে, এই ভুয়ো অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যারের মতো ফাইল ব্যবহারকারীর ফোনে ছড়িয়ে পড়ে। অনেকেই এই টিকটক প্রো আসলে কি কাজ করে সে বিষয়ে অবগত নন, সেখানে টুইটার ব্যবহারকারীরা জানিয়েছেন যে অ্যাপটি সম্পূর্ণরূপে কোনও কাজের ছিল না। এছাড়াও যারা এই টিকটক প্রো ডাউনলোড করেছেন তাঁরা টুইটারে জানিয়েছেন যে এই অ্যাপ ব্যবহারকারীর কাছে ফোন ক্যামেরা ও মাইক্রোফোনের জন্য অনুমতি চায় কিন্তু পরে তার কোনওটাই ব্যবহার করা যায় না। এই সব আভাস থেকেই বোঝা যাচ্ছে যে এই দুর্নীতির খুব পরিচিত এক কৌশল, যা সাইবার অপরাধের স্বল্পতম পরিশ্রুত এবং সর্বাধিক সাধারণ রূপ।
Loading...
কোন মন্তব্য নেই