গল্পে, মেকিং-এ, অভিনয়ে, আবেদনে সম্বৃদ্ধ ছবি ' THE WALL' প্রত্যাশা বাড়ালেন সুমন্ত শুভ্র।
নজরবন্দি ব্যুরোঃ ছোটো ছবি অল্প সময়ে যে গল্পটুকু বলে, তার ভাব, তার গভীরতা, তার আবেদন, কখনো কখনো বড় ছবিকেও প্রতিযোগিতায় ফেলে। কিছু ছোটো ছবি, সত্যিই, গুণগত মানে ভালো ফিল্ম হয়ে ওঠে। তেমনই একটি ছবি, ' দ্য ওয়াল'। প্রযোজনা, পায়েল বসু।পরিচালনা করেছেন, সুমন্ত শুভ্র। খুব ছিমছাম, সুন্দর একটা গল্প। পাড়ার মোড়ে রোজকার জীবনের একটা ছবি। হারুর চায়ের দোকান। মাতব্বরী করার মতন কিছু লোক। সামনে একটা ছোট্টো দেয়াল। তাতে নানান রকম বিজ্ঞাপন, সিনেমার পোস্টার সাঁটা হয়। আর সামনে বসে সেগুলো দেখে একটা পাগল। সামনে ঘটে যাওয়া জীবনের পরিবর্তনগুলো সে দেখে নীরব সাক্ষীর মতন। এই উন্মাদের একটা নিজস্ব জগৎ আছে। আর সেখানে আছে, তার আশ্চর্য্য গোপনীয়তা।
একটা সময় এমন আসে, যখন সে বুঝতে পারে, তার আর সময় নেই। তখনই আসে একটা দারুণ টুইস্ট, যা গল্পের শেষে এক গভীর ব্যঞ্জনা তৈরী করে। চিত্রনাট্য, মেকিং, ছবির অন্য খুঁটিনাটি, সম্পাদনা, আবহ সব মিলিয়ে সুমন্ত শুভ্র খুব যত্ন নিয়ে, সুন্দর করে বানিয়েছেন ছবিটি। ছবির সহকারী হিসেবে রয়েছেন ধ্রুব চ্যাটার্জী, নন্দিনী দেব ও দীপক পারিত। অভিনেতারা খুব ভালো কাজ করেছেন। চোখে পড়ার মতন অভিনয় করেছেন তিতাস চক্রবর্তী, নীলেশ দাস এবং দেবাদৃতা ঘোষ। ফেস্টিভ্যালে ছবিটি দেখে দর্শক খুবই খুশী হয়েছেন। জানলাম, সামনে আছে আরো কিছু ফেস্টিভ্যাল। সুমন্ত শুভ্র জানালেন, তাঁরা খুব দ্রুত আরো ছবি নিয়ে আসছেন। তাঁদের লক্ষ্য অনেক দূর।
একটা সময় এমন আসে, যখন সে বুঝতে পারে, তার আর সময় নেই। তখনই আসে একটা দারুণ টুইস্ট, যা গল্পের শেষে এক গভীর ব্যঞ্জনা তৈরী করে। চিত্রনাট্য, মেকিং, ছবির অন্য খুঁটিনাটি, সম্পাদনা, আবহ সব মিলিয়ে সুমন্ত শুভ্র খুব যত্ন নিয়ে, সুন্দর করে বানিয়েছেন ছবিটি। ছবির সহকারী হিসেবে রয়েছেন ধ্রুব চ্যাটার্জী, নন্দিনী দেব ও দীপক পারিত। অভিনেতারা খুব ভালো কাজ করেছেন। চোখে পড়ার মতন অভিনয় করেছেন তিতাস চক্রবর্তী, নীলেশ দাস এবং দেবাদৃতা ঘোষ। ফেস্টিভ্যালে ছবিটি দেখে দর্শক খুবই খুশী হয়েছেন। জানলাম, সামনে আছে আরো কিছু ফেস্টিভ্যাল। সুমন্ত শুভ্র জানালেন, তাঁরা খুব দ্রুত আরো ছবি নিয়ে আসছেন। তাঁদের লক্ষ্য অনেক দূর।
Loading...
কোন মন্তব্য নেই