Header Ads

বাংলার জন্য বিশাল অঙ্কের প্যাকেজ ঘোষণা করল মোদী সরকার!

নজরবন্দি ব্যুরো: করোনা এবং তার সঙ্গে আমফান দুর্যোগ। এই জোড়া ধাক্কায় বেসামাল পশ্চিমবঙ্গ। এমনিতে রাজ্যের কোষাগারের অবস্থা ভাল ছিল না। তার পরে জোড়া ধাক্কায় বঙ্গ অর্থনীতির করুণ দশা। কেন্দ্রের বিরুদ্ধে বার বার বঞ্চনার অভিযোগ করেছিলেন এই রাজ্যের একাধিক তৃণমূল নেতা। কিন্তু এবার এই রাজ্যকে স্বস্তি দিয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র। বাংলার জন্য প্রায় ৪২ হাজার লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট বার্তায় জানিয়েছেন, দেশের ১৪টি রাজ্যের জন্য কেন্দ্র ৬,১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে।
তার মধ্যে বাংলার জন্য বরাদ্দ ৪১ হাজার ৭৭৫ লক্ষ টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। লকডাউনের জেরে একাধিক রাজ্যের আয় তলানিতে এসে ঠেকেছে। সরকারি কোষাগারের বেহাল দশা। করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি রাজ্যেরই স্বাস্থ্যখাতে খরচ আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। শিল্প-কলকারখানা বন্ধ থাকায় রাজস্ব আদায়ও প্রায় বন্ধ। আরও জটিল পরিস্থিতি বাংলায়। করোনার সঙ্গে দোসর হয়েছিল ঘূর্ণিঝড় আমফান। আমফানের তাণ্ডবে রাজ্যের একাধিক জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করে। কিন্তু সেটা যথেষ্ট নয় বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.