Header Ads

নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সিলেবাসের বোঝা কমছে!

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের কারণে গোটা দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। আর এর ফলে সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীরা। আর এই সব কথা মাথায় রেখে, ২০২০-২১ শিক্ষাবর্ষে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য পাঠ্যক্রমের ভার কমানোর কথা ঘোষণা করল সিবিএসই। মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্কের টুইট, "প্রত্যেক বিষয়ের মূল ধারণাগুলিকে কাটছাঁট না-করেও ৩০শতাংশ পর্যন্ত পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এর পরেই শুরু হয়েছে বিতর্ক। কারণ যে সব অংশ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে মেনে নিতে পারছেন না বিশেষজ্ঞরা।
শিক্ষাজগত থেকে শুরু করে বিরোধী শিবির, উভয়েরই মত হল, যা যা বাদ পড়েছে তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং শিক্ষামন্ত্রী যা বলছেন, তার ঠিক উল্টো ঘটনাটাই ঘটেছে বাস্তবে। অর্থাৎ বিষয়ের মূল ধারণাগুলিতেই কোপ পড়েছে।অভিযোগ, নরেন্দ্র মোদী সরকার রাষ্ট্রবাদী মতাদর্শ চাপিয়ে দিতে চাইছে গোটা দেশের পড়ুয়াদের ওপর। ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্ব, গণতান্ত্রিক অধিকারের মতো বিষয় বাদ পড়েছে রাষ্টবিজ্ঞানের সিলেবাস থেকে। সিবিএসই-র দাবি, অতিমারির আক্রমণে এ বছর পড়ানোর সময় মিলছে কম। সে কথা
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.