Header Ads

জন্মদিনে সচিন সহ অন্যান্যদের শুভেচ্ছায় ভাসলেন দাদা

নজরবন্দি ব্যুরোঃ ৮ ই জুলাই বুধবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮ তম জন্মদিন। এই বিশেষ দিনটি উদযাপনের সময় বিসিসিআইয়ের বর্তমান সভাপতি এবং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সামাজিক যোগাযোগ মাধ্যমটি শুভেচ্ছাবার্তায় ভরে উঠলো। গাঙ্গুলির প্রাক্তন সতীর্থ এবং নিকটতম বন্ধু শচীন তেন্ডুলকার লিখেছেন: "জন্মদিনের শুভেচ্ছা দাদি! আশা করি আমাদের মাঠের বাইরে মাঠের অংশীদারি আমাদের মাঠের খেলোয়াড়দের মতো দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। আগামীর আশীর্বাদ কামনা করছি।" ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, "@SGanguly99 দিনের আরও অনেক শুভ প্রত্যাবর্তন। আপনি আরও বেশি সাফল্যের স্বাদ পেতে থাকুন এবং আরও বেশি ভালবাসা পেতে থাকুন। একটি দুর্দান্ত দিন এবং বছর উপভোগ করুন।" এছাড়াও মহম্মদ কায়িফ, আকাশ চোপড়া, ইশান্ত শর্মা , বিরাট কহেলি, বিরেন্দ্র শেওবাগ সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটাররাও সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
প্রসঙ্গত ১৯৭২ সালের ৮ জুলাই জন্ম গ্রহণ করেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ১৯৯৬ সালের ২০ জুন ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেক হয় সৌরভের। লর্ডসে অভিষেক ম্যাচেই মহারাজকীয় সেঞ্চরি আজও শিহরণ জাগায় ক্রিকেট প্রেমীদের মধ্যে। তারপর গড়াপেটা কাণ্ডে জর্জরিত ভারতীয় ক্রিকেটের এমন বিপদের সময় দলের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন ডাকাবুকো সৌরভ। তারপরটা ইতিহাস। বিদেশের মাটিতে ভারতের দলকে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন অধিনায়ক সৌরভ। নতুন টিম ইন্ডিয়ার জন্ম হয়েছিল সৌরভের হাত। লর্ডসের মাঠে ইংল্যান্ড হারিয়ে ন্য়াটওয়েস্ট সিরিজ জয় ও ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ওঠা সৌরভের কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলে আগেই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.