Header Ads

মিনিবাস ও ট্রেনের ধাক্কা, মর্মান্তিক এই দুর্ঘটনায় ২৯ জন শিখ সম্প্রদায়ের মানুষের মৃত্যু পাকিস্তানে

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানে যাত্রী বোঝাই মিনিবাসে ধাক্কা মারল এক্সপ্রেস ট্রেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই পাকিস্তানে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ।আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।পাঞ্জাব প্রদেশের শেখুপুরা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সূত্র জানাচ্ছে, একটি মিনিবাসে চড়ে তীর্থযাত্রীরা ফিরছিলেন। শেখুপুরার কাছে প্রহরাহীন রেলওয়ে ক্রসিংয়ে একটি ট্রেন ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলেই বহু যাত্রীর মৃত্যু হয়।

হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনের মৃত্যু হয়। বাকিরা এখনও স্থানীয় হাসপাতালে চিকিত্সাবধীন। পুরো ঘটনার খোঁজ নিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান এবং রেলমন্ত্রী শেখ রশিদ। রেলের মুখপাত্র জানিয়েছে, ঘটনাস্থলে ১৫ জনের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনাল গাফিলতির অভিযোগ ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.