আবার ইন্দ্র পতন, চলে গেলেন বলিউডের মাস্টারজি সরোজ খান
নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত বলিউডের খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার সরোজ খান। সম্প্রতি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভরতি হয়েছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে। সুস্থও হয়ে উঠেছিলেন বলে জানা গিয়েছিল। তবে শেষরক্ষা আর হল না! বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রিয় মাস্টারজি। শুক্রবার সকালে এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।খ্যাতনামা এই কোরিওগ্রাফার তিনবার জাতীয় পুরষ্কার পেয়েছেন।
বলিউডে বেশ কিছু অবিস্মরণীয় গানের কোরিওগ্রাফ করেছিলেন তিনি। চার দশকেরও বেশি সময়ের নিজের ক্যারিয়ারে ২০০০ এরও বেশি গানে কোরিওগ্রাফ করেছেন তিনি। ইতিমধ্যেই বলিউড তারকা থেকে কর্মী অনেকেই সরোজ খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বিগ বি অমিতাভ বচ্চন থেকে, তাপসি পান্নু, রীতেশ দেশমুখ সকলেই শোকবার্তা দিয়েছেন। এছাড়াও বলিউডের অক্ষয় কুমার থেকে মনিষা কৈরালাও শোকপ্রকাশ করেছেন খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের প্রয়াণে।
বলিউডে বেশ কিছু অবিস্মরণীয় গানের কোরিওগ্রাফ করেছিলেন তিনি। চার দশকেরও বেশি সময়ের নিজের ক্যারিয়ারে ২০০০ এরও বেশি গানে কোরিওগ্রাফ করেছেন তিনি। ইতিমধ্যেই বলিউড তারকা থেকে কর্মী অনেকেই সরোজ খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বিগ বি অমিতাভ বচ্চন থেকে, তাপসি পান্নু, রীতেশ দেশমুখ সকলেই শোকবার্তা দিয়েছেন। এছাড়াও বলিউডের অক্ষয় কুমার থেকে মনিষা কৈরালাও শোকপ্রকাশ করেছেন খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের প্রয়াণে।
Loading...
কোন মন্তব্য নেই