Header Ads

আইপিএল এবার হতে পারে বিদেশে, সম্ভাব্য সময় অক্টোবর

নজরবন্দি ব্যুরোঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বা আইপিএল এর ১৩ তম আসরটি ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সংস্থা IANS-কে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, এ বারের আইপিএল দেশের বাইরে হতে পারে। সে ক্ষেত্রে UAE ও শ্রীলঙ্কাই বিসিসিআই-এর প্রথম পছন্দের তালিকায় রয়েছে। T20 বিশ্বকাপের ভবিষ্যত্ আনুষ্ঠানিক ভাবে জানার অপেক্ষা করছে ভারতীয় বোর্ড।
 তারপরেই তারা আইপিএল নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে অক্টোবরে যদি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় তাহলে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও আইপিএল হতে পারে। কারণ আইপিএল না হলে প্রায় চার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.