Header Ads

আধাসেনায় চাকরি পাবেন রুপান্তরকামীরা, ঘোষণা কেন্দ্রের

নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গের মর্যাদা পেলেও সমাজ তাদের সেই মর্যাদা দিয়ে উঠতে পারেনি। কেন্দ্র বা রাজ্য সরকারগুলির তরফ থেকেও তাদের জন্য কোন উদ্যোগ নিতে দেখা যায়নি এর আগে। কিন্তু এবার রুপান্তরকামীদের জন্য এক অভিনব সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আধাসেনায় নিযুক্ত হতে পারবেন রাপান্তরকামীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে কেন্দ্রীয় সশস্ত্র রক্ষী বাহিনীর মতামত জানতে চেয়েছে। দেশের আধাসেনায় তৃতীয় লিঙ্গের নিয়োগ নিয়ে একটি খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় রুপান্তরকামীদের নিয়োগের বিষয়ে আলোচনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক ১ জুলাই একটি চিঠি পাঠিয়ে সিএপিএফ–এর মতামতও জানতে চেয়েছে। যদিও এই বিষয় এখনও কিছু জানায়নি সিএপিএফ। তৃতীয় লিঙ্গের ব্যাক্তিদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। ২০১৯ সালেই রূপান্তরকামীদের অধিকার রক্ষার্থে ট্রান্সজেন্ডার পারসনস অ্যাক্ট পাশ হয়েছে।
 চলতি বছরের ১০ জানুয়ারি থেকে সেই আইন কার্যকর করা হয়েছে। গত ১৭ মার্চ মাসে কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রতনলাল কাটারিয়া জানান, আইনের ১৪ নম্বর ধারা মেনে তৃতীয় লিঙ্গের রোজগার ও সমাজে প্রতিষ্ঠার দিকটি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এবং তাদের বিশেষ ভাবে প্রশিক্ষণও দেওয়া হবে। তিনি আরও জানান ২০১৯–২০ সালে তৃতীয় লিঙ্গের উন্নয়নের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কাটারিয়া বলেন, রূপান্তরকামীরাও তফশিলী জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের সুবিধা পাবেন। আইনের ৯ নম্বর ধারা বলা হয়েছে কর্মক্ষেত্রে রূপান্তরকামীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এবং কর্মক্ষেত্রে পদোন্নতি, নিয়োগের ক্ষেত্রে অন্য লিঙ্গের কর্মীদের সঙ্গে ফারাক করা যাবে না। এবার এই আইন মেনেই রুপান্তরকামীদের জায়গায় মজবুত করতে কেন্দ্র সরকার জানিয়েছে তাদের আধাসেনায় চাকরি দেওয়া হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.