Header Ads

লাদাখ পরিদর্শনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং!

নজরবন্দি ব্যুরো: সীমান্তে ভারত-চিন উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুটো দেশ সীমান্তে অস্ত্র জড় করছে বলে খবর। গোটা পৃথিবীর শক্তিশালী দেশের নজর এখন ভারত ও চিনের দিকে। এমন টানটান উত্তেজনার মধ্যে জওয়ানদের চাঙ্গা করতে লাদাখ পরিদর্শন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামীকাল,শুক্রবার তিনি লাদাখ যাচ্ছেন বলে মন্ত্রক সূত্রে খবর।

সীমান্তের অবস্থা ঠিক কেমন? ভারতীয় সেনার অবস্থান কী, চিনা আগ্রাসন কতদূর এগোতে পারে, সেসব খতিয়ে দেখতেই প্রতিরক্ষামন্ত্রী লাদাখ যাচ্ছেন বলে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। তাঁর সঙ্গে থাকবেন সেনাপ্রধান এম এম নারাভানে।
শুক্রবার সেনার উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠকে বসবেন মন্ত্রী। লাদাখে কোথায় কোথা সেনা মোতায়েন রয়েছেন, সেইসব বিষয়ে খুঁটিনাটি খোঁজ নেবেন তিনি।
মন্ত্রক সূত্রে খবর, মে মাস থেকে লাদাখে উত্তাপ ছড়ালেও এই প্রথম কোনও মন্ত্রী লাদাখ পরিদর্শনে যাচ্ছেন। একিসাথে ওই দিন লেহ হাসপাতাল ঘুরে দেখবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.